আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ
আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরে নাজমুল শান্তর দল। তবে তৃতীয় ম্যাচেই খেই হারিয়ে ফেললো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে আফগানদের কাছে বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে ভালো শুরুর পর মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার ব্যাটাররা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রান এবং মেহেদী হাসান মিরাজের ৬৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।
২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি ও আজমতউল্লাহ উমরজাইয়ের ৭০ রানের ইনিংসে ৫ উইকেট জিতে আফগানিস্তান। এদিকে হারের পর মাঝের ওভারের বোলিংকে দুষছেন মিরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কঠিন ছিল। ছেলেরা ভালো করেছে। রিয়াদ ভাই ও আমি একটা জুটি করতে পেরেছি। বোলাররা অনেক চেষ্টা করেছে। তবে আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি।’
আগে ব্যাটিং করার বিষয়ে মিরাজ বলেন, ‘আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে যথেষ্ট স্পিন আছে। এই জন্যই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পরে শিশির আসায় বল তুলনামূলকভাবে ভালো ব্যাটে আসছিল। কৃতিত্ব ওদের। ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। আমরা মাঝের ওভারে উইকেট নিইনি। আমাদের ওই সময় উইকেট নেওয়া উচিত ছিল। সেটা করতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’
এই নিয়ে আফগানদের কাছে পরপর দুই বছর সিরিজ হারল বাংলাদেশ। তবে এই সিরিজ থেকেও কিছু প্রাপ্তি দেখছেন মিরাজ। এখন তিনি তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
‘আমার মনে হয় কিছু অর্জন আমাদের আছে। লম্বা সময় পর শারজাহতে আমরা ওয়ানডে খেললাম। (প্রথম ম্যাচে হারের পর) আমরা ঘুরে দাঁড়িয়েছি। আরেকটি সফর এগিয়ে আসছে। আজকে রাতেই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি আমরা।’
ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু টেস্ট সিরিজ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক শান্ত খেলতে পারবেন না সেই টেস্ট সিরিজেও, নেতৃত্ব দেবেন মিরাজ। আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিমও। অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসানও নেই। ওয়েস্ট ইন্ডিজেও তাই বাংলাদেশের অপেক্ষায় কঠিন পরীক্ষা।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন