রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার বিনোদপুর এলাকায় মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
নিহত তানভীরের ভাবী লিমা খাতুন জানান, ‘রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে পাশেই মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।’
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত তানভীরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে মারা যান তানভীর।
রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জানান, তানভীর কয়েকদিন আগে বান্দরবানে ঘুরতে যান। সোমবার বাড়িতে ফেরেন। রাত ৯ টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম আনতে গেলে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।’
এদিকে, হত্যাকাণ্ডের এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এজে)
মন্তব্য করুন