ডিবির সাবেক এডিসি শাহেন শাহ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ২৩:১০
অ- অ+

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশের এই কর্মকর্তা বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গত বছরের নভেম্বরে শাহেন শাহ পদোন্নতি পেয়ে (সুপারনিউমারারি) পুলিশ সুপার হন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তকালীন তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশি রিমাণ্ড শেষে কারাগারে আছেন শাহেন শাহ। ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন রমিজ। পরে ১৬ অক্টোবর ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় শাহেন শাহকে। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ বেশ ক'টি মামলা আছে।

শাহেন শাহ ডিবিতে কর্মরত অবস্থায় উচ্চ আদালতে আইনজীবীদের লাঞ্ছিত ও সাংবাদিকদের মারধরের অভিযোগ ছিল। এছাড়া শাহবাগ ও প্রেসক্লাব কেন্দ্রিক আন্দোলন ও বিক্ষোভে তার বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগের অভিযোগ বেশ পুরনো। সাময়িক বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বেগমপুর গ্রামে।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/এসএস/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভারত-বাংলাদেশ সীমান্তগুলোতে কোনো ধরনের আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ নিয়ে বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা