অবৈধ পথে ভারত যাত্রা: বেনাপোলে নারী-শিশুসহ ৬ জন আটক
বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী ও একজন শিশু।
বুধবার সন্ধ্যার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাটাইন গ্রামের আনন্দ সূত্রধর (৫৩), প্রসেনজিৎ সূত্রধর (২৮), ভানু রানী (৪৬), প্রীতি সূত্রধর (২০)। নড়াইলের নড়াইল উপজেলার ধুন্দা গ্রামের আব্দুল জব্বার (২৯) ও একই উপজেলার বড়কালীন গ্রামের রিনা খাতুন (৪৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন নারী-পুরুষ ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাবে। এমন খবরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা বিজিবির ক্যাম্পের একটি দল ধান্যখোলা গ্রামের পূর্বপাড়া নামক স্থানে অবস্থান করেন। এসময় ৬ বাংলাদেশি ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এজে)
মন্তব্য করুন