টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৭
অ- অ+

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। যেখানে সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই দল। সেঞ্চুরিয়নে এই ম্যাচে স্বাগতিকদের বিশ্বরেকর্ড গড়ে হারিয়েছে সফরকারীরা।

আগে ব্যাট করে ২১৯ রানের বড় সংগ্রহ গড়ে সূর্যকুমার যাদবের দল। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা থামে ২০৮ রানে। তাতে ১১ রানের জয়ে সিরিজে ফের লিড নিয়েছে সফরকারীরা। এই ম্যাচে একটি বিশ্বরেকর্ড গড়েছে ভারত।

টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিলো ভারত।

২০২৪ সালে এই ম্যাচসহ মোট ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

এর আগে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। সিরিজের প্রথম ম্যাচে ৪৭ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন। তবে দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর গতকাল তৃতীয় ম্যাচেও তিনি আউট হন ০ রানেই। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারালেও ভারত বড় সংগ্রহ গড়েছে দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মা ও তিলক ভার্মার ১০৭ রানের জুটিতে।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাত হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অভিষেক। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে আলো ছড়ানো এই ব্যাটার গতকাল ফিরেছিলেন নিজের বিধ্বংসী ফর্মে। প্রোতিয়া বোলারদের তুলোধুনো করে তিনি করেছেন ২৪ বলে ৫০ রান। ২০০ স্ট্রাইকরেটে ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফিরেন কেশইব মহারাজের বলে ক্যাচ আউট হয়ে।

তবে অভিষেক ফিরলেও ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছেন তিলক। ভারতীয় এই ব্যাটার গতকাল খেলেছেন ৫৬ বলে ১০৭ রানের ইনিংস। ফলে ভারতীয়দের আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলেও ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রানের সংগ্রহ পায় ভারত।

এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ২৭ রানে হারায় প্রথম উইকেট। রায়ান রিকেলটন ফেরার পর পর রেজা হ্যানড্রিকস, এইডেন মার্করামরাও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীদের তোপে প্রোটিয়া ব্যাটাররা সুবিধা করে ওঠতে পারেননি।

স্বাগতিকদের হয়ে ২২ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন হেইনরিখ ক্লাসেন। ৪ ছয় ও ১ চারে ৪১ রান করে আর্শদীপের বলে তিলকের মুঠবন্দী হয়ে সাজঘরে ফিরেন ক্লাসেন। এরপর শেষদিকে ১৭ বলে ৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন মার্কো ইয়ানসেন। তবে ভয়ংকর হয়ে ওঠা ইয়ানসেনকেও ফেরান আর্সজদীপ। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রানেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর তাতে ১১ রানের দুর্দান্ত এক জয় পায় ভারত।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা