মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, পুলিশ বলছে ‘সবাই দুর্বৃত্ত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৮| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৫
অ- অ+

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে আবারো আন্দোলন শুরু করেছেন চালক-মালিকরা।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় এই আন্দোলন।

মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়ে শত শত রিকশাচালক অবস্থান নিয়েছে। এতে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর প্রায় প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করে ব্যাটারিচালিত রিকশা চালকরা। গতকাল তারা অটোরিকশা ও চালকদের বিআরটিএ থেকে লাইসেন্স দেওয়াসহ ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে। আজ আবারো সড়ক অবরোধ করল।

এদিকে মোহাম্মদপুর থানা পুলিশ বলছে, আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এসব করছে। কারণ গত তিন মাসে মোহাম্মদপুর থানা কোনো অটোরিকশা আটক করেনি, বা আন্দোলনরত কোনো চালককে গ্রেপ্তার করেনি।

আন্দোলনকারীরা বলছেন, আমাদের দ্রুত সময়ের মধ্যে সড়কে চলাচলের জন্য বিআরটিএ থেকে লাইসেন্স দিতে হবে। অটোরিকশাকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়া আন্দোলন করতে গিয়ে যারা জেলহাজতে গেছেন তাদেরকে দ্রুত ছেড়ে দিতে হবে।

এছাড়া আজ বিআরটিএ ও প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন রিকশা শ্রমিকরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ঢাকা টাইমসকে বলেন, “কোনো কারণ ছাড়া আজও তারা সড়ক অবরোধ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এগুলো বিদায়ী সরকারের লোকজন করছে। আমরা এদের ইন্ধনদাতাদের শনাক্ত করব।”

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা