চট্টগ্রামে আইনজীবী হত্যা: সুপ্রিম কোর্টসহ সব বারে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৩:২৬| আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৪:০৩
অ- অ+

চট্টগ্রামে ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টসহ সকল বারে প্রতিবাদ সমাবেশ ডেকেছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে। এ তথ্য জানিয়েছেন ফোরামের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

একই সময়ে সুপ্রিম কোর্ট বারের সামনে জাতীয় নাগরিক কমিটি, লিগ্যাল উইং প্রতিবাদ সমাবেশ করবে। এ তথ্য জানিয়েছেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদ।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। বিকাল সাড়ে তিনটার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) ছিলেন। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।

এই ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন আইনজীবী সংগঠন আজ সারাদেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশ করবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে নেওয়া হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ করতে থাকে। ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এলাকার বেশ কয়েকটি স্থাপনা ও আদালত এলাকার মসজিদের কাচ ভাঙচুর করে তারা।

তারই মধ্যে চিন্ময়ের অনুসারীরা অ্যাডভোকেট আলিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা