কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আলাউল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫৩| আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫৭
অ- অ+

বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। শুক্রবার ভোর পৌনে তিনটায় রাজধানী ঢাকায় মেজো ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শুক্রবার বাদ জোহর কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর মুক্তিযোদ্ধা মাঠে বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শরিষাপুর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

আলাউল হক কিশোরগঞ্জ-৫ আসন থেকে দুইবার (১৯৯৬, ২০০৬) আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। আশির দশকে বিপুল জনপ্রিয়তা নিয়ে বাজিতপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলাউল হক ছিলেন সদালাপী ও দল মত নির্বিশেষে সবার প্রিয়জন। তিনি পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের (ইপিসিএস) একজন সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন বৃহত্তর পরিবেশে জনকল্যাণের উদ্দেশ্যে।

মরহুম আলাউল হক চার ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে রেজাউল হক কাজল সর্বশেষ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাজিতপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার চারবারের নির্বাচিত ডেমোক্রাট সিনেটর শেখ মুজাহিদুর রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের ভগ্নিপতি মরহুম আলাউল হক রাজনীতিতে হানাহানি ও বিভক্তির বিপক্ষে আজীবন কাজ করে গেছেন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা