জ্যামাইকা টেস্ট: প্রথম দিনের প্রথম সেশন পরিত্যক্ত, পরবর্তী মাঠ পর্যবেক্ষণ ১২ টায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ২২:৪৬| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:৩০
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের টস হয়নি।

সাবিনা পার্কে আজ শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দিনের শুরুতেই একবার মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হলো, এখনই খেলা মাঠে গড়ানোর অবস্থায় নেই। স্থানীয় সময় সকাল ১১টায় নির্ধারণ হয় মাঠ পর্যবেক্ষণের সময়। দ্বিতীয় দফায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারল না আম্পায়ারদের। দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হলো টসের সময়।

নতুন সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত ১২টায় এবং স্থানীয় সময় দুপুর ১টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। যার ফলে আজ প্রথম দিনের প্রথম সেশন পরিত্যক্ত হয়ে গেলো। কোনো বল না খেলেই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা