জ্যামাইকা টেস্ট: ১০৫ রানেই ৫ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ২২:১২| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২২:৩৯
অ- অ+

জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তাণ্ডব চালাচ্ছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ১০৫ রানেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

আজ সোমবার (২ ডিসেম্বর) আগের দিনের ৭০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডজের দুই অপরাজিত ব্যাটার ক্রেইগ ব্রাফেট ও কিসি কার্টি। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে তাদের জুটিকে তৃতীয় দিনে আর বেশিদূর এগোতে দেননি পেসার নাহিদ রানা।

নাহিদ রানার বলে গালিতে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ক্রেইগ ব্রাফেট। আউট হওয়া আগে করেন ১২৯ বলে ৩৯ রান। তার বিদায়ে ভাঙে ৬০ রানের জুটি।

ক্রেইগ ব্রাফেটের পর কাভেম হজকেও সাজঘরে ফেরান নাহিদ রানা। নাহিদের বলে ১২ বলে ৩ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিযনের পথ ধরেন কাভেম হজ। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৯৪ রানে ৩ উইকেট হারালো স্বাগতিকরা।

নাহিদ রানার পর ওয়েস্ট ইন্ডিজ শিবিকরে আঘাত হানেন তাসিকন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান আলিক আথানজে। আউট হওয়ার আগে করেন ৯ বলে ২ রান।

আলিক আথানজের পথ ধরে সাজঘরে ফিরে যান জাস্টিন গ্রেভসও। তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরেন ফিরে যান তিনি। তিনিও ৯ বলে ২ রান করে পথ ধরেন প্যাভিলিয়নের। জাস্টিন গ্রেভসের বিদায়ে ১০৫ রানেই ৫ উইকেট হারালো স্বাগতিকরা।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশকে মাত্র ১৬৪ রনে অলআউট করে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭০ রান করে দ্তিীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা