ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে বাদ পড়লেন ৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৪২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট থেকে ৫ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘ল রিভিউ কমিটি’র পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কার্যালয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সিন্ডিকেট সদস্য থেকে বাদ পড়া পাঁচজন হলেন— বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, হাজী মুহাম্মদ মুহসীন হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক আবু মোহাম্মদ আহসান, সহযোগী অধ্যাপক শরীফ উল ইসলাম ও সহকারী অধ্যাপক মাহিন মোহিদ।

সিন্ডিকেট সদস্যদের বাদ দেওয়া প্রসঙ্গে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, যারা বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেটে নির্বাচিত হয়ে আসছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও সেই সিন্ডিকেট সদস্যদের বাদ দিতে পারেনা। যেহেতু উনারা বিগত বছরগুলোতে নিপীড়নের-নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল তাই এই সিন্ডিকেট সদস্যদের বিষয়ে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদেরও ব্যাপক প্রতিক্রিয়া ছিল। এজন্য আমরা সিন্ডিকেট সদস্যদের বিষয়ে আইনি মতামতের জন্য বিশ্ববিদ্যালয়ের 'ল রিভিউ কমিটি'র কাছে পাঠানো হয়। 'ল রিভিউ কমিটি' বেশ কিছু বিষয় পর্যালোচনা করে একটি ফলাফল দিয়েছে।

তিনি বলেন, ডিন এবং প্রভোস্ট ক্যাটাগরিতে যে দু’জন নির্বাচিত হয়েছিলন তারা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং প্রভোস্টদের প্রতিনিধিত্ব করেন এবং এই পদগুলো প্রতিনিধিত্বশীল। যেহেতু এখন তারা ডিন এবং প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেছেন তাই সিন্ডিকেটে তাদের এখন প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই। আইনত তাদেরকে সিন্ডিকেট সভায় আহ্বান না করলেও চলবে।

প্রক্টর বলেন, তবে এখানে অধ্যাপক ক্যাটাগরিতে যিনি আছেন, তিনি এখনও অধ্যাপক পদেই আছেন ফলে অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধিত্ব করছেন। কাজেই উনি সিন্ডিকেট সভায় এলিজিবিল (যোগ্য)। সঙ্গত কারণেই বিশ্ববিদ্যালয় আগামী সিন্ডিকেট থেকে তারা ইন এলিজিবল তাদের আমন্ত্রণ না জানানোর জন্য সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ১৮ জন সদস্যকে সিন্ডিকেটে বিভিন্ন মাধ্যম থেকে সদস্য নিয়োগ করা হয়। এর আগে গত ১লা নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত ৩ জন সিন্ডিকেট সদস্য পরিবর্তন করা হয়।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা