ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩
অ- অ+
ফাইল ছবি

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরের পূর্ব টেপাখোলার নজরুল ইসলামের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

এ খবর নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত)।

তিনি জানান, আটককৃত একজনের নাম ফয়সাল। তার স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেন, ফয়সালের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে।’

‘এমন অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুল নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরবর্তীতে নজরুলের বড়িতে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা