দর্শনার কেরু চিনিকলে আখ মাড়াই শুরু

কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আকবর আলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শহিদুল করীম, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কেরু অ্যান্ড কোম্পানি জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা।
অনুষ্ঠানে পাঁচজন শ্রেষ্ঠ আখ চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।উল্লেখ্য, চলতি মাড়াই মৌসুমে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিকটন চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাঁচামালের সংকট না হলে ৬৫ দিন আখ মাড়াই চলবে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে। চলতি মৌসুমে আখ থেকে ৫ শতাংশ চিনি আহরণের হার ধরা হয়েছে। গত মাড়াই মৌসুমে ৫৬ হাজার ৪১৩ মেট্রিকটন আখ মাড়াই করে ২ হাজার ৬০৮ মেট্রিকটন চিনি উৎপাদন করে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
(ঢাকা টাইমস/২০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন