ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৩| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪
অ- অ+

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান। তিনি বলেন, সোমবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশার কারণে পণ্যবাহী কাভার্ডভ্যানটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশকিছু যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

(ঢাকা টাইমস/২৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা