চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮| আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯
অ- অ+

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগে থেকেই ঠিক ছিল ২০২৫ সালে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে তাতে বাধ সাধে ভারত। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় ভারতীয় দল। ছাড় দিতে রাজি ছিল না পাকিস্তানও।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে দিন কয়েক আগেই। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট।

সব সমস্যা সমাধান হওয়ার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার হাইব্রিড মডেলের ৮ দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে (ICC Champions Trophy fixtures 2025)।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই।

এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি, প্রথম ম্যাচেই টাইগারদের প্রতিপক্ষ ভারত, দুবাইয়ে দুই দল মুখোমুখি হবে ২০ ফেব্রুয়ারি। এরপর লাল-সবুজের দলের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে, ২৪ ফেব্রুয়ারি।

এবারের আসরে বাংলাদেশের গ্রুপপর্বের শেষ ম্যাচটি হবে ২৭ ফেব্রুয়ারি, রাওয়াওলপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

গ্রুপ পর্বের খেলা শেষে এবারের আসরে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ। প্রথম সেমিফাইনালের ভেন্যু রাখা হয়েছে দুবাই, আর দ্বিতীয় সেমির ভেন্যু লাহোর।

ভারত ফাইনালে ওঠতে ব্যর্থ হলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও লাহোরেই অনুষ্ঠিত হবে, তবে রোহিত শর্মারা ফাইনাল খেললে ম্যাচটি হবে দুবাইয়ে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। শেষ চারের দুই ম্যাচ এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা