জাহাজে সাতজনকে হত্যার প্রতিবাদে সদরঘাটে মানববন্ধন

চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে হত্যার প্রতিবাদে শ্রমিক জমায়েত, বিক্ষোভ ও মানববন্ধন করেছে নৌযান শ্রমিকরা।
সোমবার সকাল ১০টায় রাজধানীর সদরঘাটে এই শ্রমিক জমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাহাজ শ্রমিক ছাড়াও এতে অংশ নেন পরিবহন শ্রমিক, ঘাট শ্রমিক, হকার্স এবং রিকশা শ্রমিকরা।
নৌযান শ্রমিক দল কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং ১৯৫২) সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে জাহাজ শ্রমিক জমায়েত ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকদল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক-কর্মচারীদের রক্ত শ্রম ও ঘামে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রবাসী শ্রমিকরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা যেমন আয় করে আনে তেমনি দেশের অভ্যন্তরে মিল-কারখানা, ঘরবাড়িসহ সর্বত্র শ্রমিকের পরিশ্রমে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। দেশকে এগিয়ে নিতে শ্রমিক-কর্মচারীরা ন্যায্য মজুরি না পেয়েও চাকরি রক্ষার জন্য বাধ্য হয়ে কাজ করছে। উন্নত দেশে শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হলেও বাংলাদেশে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না।
প্রধান অতিথি পরিবহন শ্রমিক, নৌযান শ্রমিক, বন্দর শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রমিক-কর্মচারীর ন্যায্য দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জমায়েতে আরও বক্তব্য রাখেন— শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু, ঢাকা মহানগর (দক্ষিণ) আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, শাহ আলম মোল্লা, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু, জসিম উদ্দিন প্রমুখ ।
এসময় বক্তারা নাবিক হত্যার ঘটনাটি স্পর্শকাতর হিসেবে গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ৭ জন নাবিক হত্যার ঘটনাটি অস্বাভাবিক ও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে শ্রমিক নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।
(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন