সচিবালয়ে ২ প্লাটুন বিজিবি, কড়া পাহারায় সেনাবাহিনীও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০
অ- অ+

রাজধানীর সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সেখানে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরাও সচিবালয়ের গেটের সামনে কড়া পাহারায় রয়েছেন। তারা সেখানকার নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে বুধবার দিবাগত রাত ১ টা ৫২মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রাথমিক তথ্য অনুযায়ী— যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেই ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে।

আগুন লাগার পর সচিবালয়ে থাকা ফায়ার সার্ভিসের ইউনিটটি কাজ শুরু করে। এরপর একে একে যোগ দেয় ১৯টি ইউনিট। ছয় ঘণ্টারও বেশি সময় পর কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা