পাঁচ নম্বর গেট দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১০
অ- অ+

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় সকাল থেকে ভেতরে প্রবেশ বন্ধ ছিল। তবে সাড়ে নয়টার দিকে হ্যান্ডমাইকে ঘোষণা করা হয়, ‘পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা।’

এর আগে সকাল থেকে ঘোষণা দেওয়া হয় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভবনে কাউকে আপাতত ঢুকতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের সবগুলো গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা হয়েছে।

দীর্ঘ লাইন ধরে তারা সচিবালয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা

এদিকে সকাল থেকেই সচিবালয়ে কর্মরতদের ভিড় বাড়তে থাকে। স্বাভাবিক নিয়মে তারা অফিসে আসতে থাকেন। তবে ভেতরে প্রবেশ করবেন নাকি বাসায় ফিরে যাবেন এই নিয়েও চলছে কথা বার্তা। কীভাবে আগুন লাগল, কেউ কি লাগিয়েছে— এসব নিয়ে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চলছে নানান গুঞ্জন।

অন্যদিকে সকাল নয়টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নাশকতা আছে কি-না খতিয়ে দেখা হবে।

গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন সকাল ৮ টায় ৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ অনেক নথি ক্ষতিগ্রস্ত হতে পারে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সংকট চরমে
বাজারে ফলের দাম চড়া , সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা