গাইবান্ধায় দেশীয় বন্দুকসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দেশীয় বন্দুকসহ ডাকাত দলের সক্রিয় সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এলাকাবাসী সাইফুলকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় স্থানীয়রা তার কাছ থেকে দেশীয় বন্দুক উদ্ধার করে এবং তাকে মারধরের পর ফুলছড়ি থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ফুলছড়ির খোলাবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ডাকাতের ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম একটি দুর্ধর্ষ ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত। পুলিশের তথ্যমতে, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
গ্রেপ্তারের সময় মারধরের কারণে সাইফুল ইসলাম আহত হন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন