মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ দুষ্কৃতিকারী আটক, ড্রেজার-বালহেড জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:১৩
অ- অ+

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৩টি বোট জব্দ করা হয়েছে।

শুক্রবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও গজারিয়া গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান চলাকালীন সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত সকল ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮ জন আসামিকে বেলতলি নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা