পাবনায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার !

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:২২
অ- অ+

পাবনার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে সাবেক ফরেস্ট রেঞ্জার বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ দেয়ার পরও নিরাপত্তা আর শঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাদের।

অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর ২২ ডিসেম্বর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়িতে একটি ঘরে আগুন লাগায়। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা টের পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর ২৮ বছর সরকারি চাকরির কারণে এলাকার বাইরে থাকতে হয়েছে। আমার কোনো শ্রেণিশত্রু বা প্রতিপক্ষ নেই। ৫ আগস্টের পরের দিন আমার বাসায় হামলা করা হয়। এরই রেশ কাটতে না কাটতেই ২২ ডিসেম্বর আগুন দেয়া হয়।’ পুলিশ প্রশাসন খবর পেয়ে আইনি সহায়তা করছে বলে জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুনের ঘটনায় নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানান জাতসাখিনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হেলাল উদ্দিন, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুস সাত্তার।

তাদের ভাষ্য, ‘মহান মুক্তিযুদ্ধে আমরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। আমরা কোনো দল বা গোষ্ঠীর নয়। আমাদের নিরাপত্তা দেবে রাষ্ট্র। কিন্তু আজ আমাদের জীবনের নিরাপত্তাহীনতা, শঙ্কা, হুমকি-ধমকি ও আতঙ্কের মধ্য সময় অতিবাহিত করতে হচ্ছে।’

গত এক সপ্তাহে এলাকার কয়েকটা বাড়িতে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনা ঘটেছে বলে জানান তারা। নিজেদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি টহল জোরদার করা হয়েছে। কারা এ ধরনের কর্মকাণ্ড করছে, পুলিশ প্রশাসন তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে। আমরা অপরাধী ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।’

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা