পূবালী ব্যাংকের কলাবাগান উপশাখার উদ্বোধন

সম্মানিত গ্রাহকবৃন্দকে অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি রাজধানীর কলাবাগানে উপশাখার কার্যক্রম শুরু করেছে।
প্রধান অতিথি হিসেবে উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান।
সভাপতিত্ব করেন পান্থপথ শাখা প্রদান ও সহকারী মহাব্যবস্থাপক মো. খোসদার আলী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে কলাবাগান উপশাখাটি উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কলাবাগান উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং পূবালী ব্যাংকের ঊধ্র্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/৩০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন