রাজধানীতে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি

রাজধানীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। কুয়াশায় ঢেকে গেছে নগরী। সকাল পৌনে ১১টার দিকেও সূর্যের দেখা মেলেনি।
বৃহস্পতিবার সকালে উত্তরা, ফার্মগেট, মগবাজার, ইস্কাটনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
গাড়িচালকরা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। অধিকাংশ গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে।
ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২০ দশমিক ৭। গতকাল ঢাকায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এফএ)

মন্তব্য করুন