ঢাকা আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ১২ ইরানি চলচ্চিত্র

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ২০:৩৯
অ- অ+

ঢাকায় আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) অংশ নেবে ইরানের ১২টি চলচ্চিত্র।

রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে ইরানি চলচ্চিত্রগুলো।

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ইরানের তিনটি চলচ্চিত্র শীর্ষ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে রয়েছে মাহমুদ কালারি পরিচালিত “সামার টাইম”, ঘোরবানালি তাহেরিফারের “প্রজেকশনিস্ট” এবং বেহরুজ সেবাত রসুলের “মেলোডি”। পরেরটি ইরান ও তাজিকিস্তানের যৌথ প্রযোজনা।

বিশ্ব সিনেমা বিভাগে পাঁচটি ইরানী চলচ্চিত্র থাকবে। এর মধ্যে রয়েছে মোহাম্মদ মতিন ওজানির “দিস কন্ট্রোলেবল ক্রাউড”, মনসুর ভোসোগির “ব্যারেন”, আলী তাসদিঘির “মেয়েব সামহোয়্যার এলস”, সৌদাবে বেইজাইয়ের “উইন্টার থ্রেশহোল্ড” এবং “মাহদি আসগারি আজগাদির মারিয়া”।

শিশু চলচ্চিত্র বিভাগে সোহেল মোভাফ্ফ্গের “নওরোজ”, হাদি শরিয়তির “জকি” এবং হোসেন রিগির “মিরো” দেখানো হবে।

ইরান ও নিউজিল্যান্ডের যৌথ প্রযোজনা ও মোহাম্মদ হোসেন সোলেইমানি ফারদের “হ্যালো আনা” আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগে অংশ নেবে।

উৎসবে অংশগ্রহণকারী এসব ইরানি চলচ্চিত্র ছাড়াও ডিআইএফএফ-এর জুরি প্যানেলে থাকবেন ইরানের দুই জুরি মাহনাজ তাফাঘি এবং হোদা মোগাদাম মানেশ। সূত্র: তেহরান টাইমস

ঢাকাটাইমস/০২জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা