সংগীত শিল্পী তাহসানের স্ত্রী রোজার সংগ্রামী জীবনের গল্প
কোনো পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকেই তাহসানের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের ঢল নামে।
সেদিন সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান ও রোজার বিয়ে সম্পন্ন হয়। পরে তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে রোজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তাহসান পরেছেন একটি সাদা পাঞ্জাবি, আর রোজা পরেছেন মিলিয়ে একই রঙের শাড়ি। তার হাতে লাল মেহেদির নকশা দেখা যায়।
রোজা আহমেদ একজন সফল নারী উদ্যোক্তা। নিউ ইয়র্কে থাকাকালীন তিনি প্রতিষ্ঠা করেন “রোজাস ব্রাইডাল মেকওভার” নামের একটি মেকআপ স্টুডিও। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। মেকআপ শিল্পের পাশাপাশি তিনি মেকআপ শেখানোর উদ্যোগ নেন এবং অনেক নারীকে উদ্যোক্তা হতে সহায়তা করেন।
তার ফেসবুক পেজ “রোজাস ব্রাইডাল মেকওভার” বর্তমানে নয় লাখেরও বেশি অনুসারী নিয়ে বেশ জনপ্রিয়। তিনি শুধু ব্যবসায়িক সফলতা অর্জন করেননি, পাশাপাশি নিজের সংগ্রামের গল্প দিয়ে অন্যদের অনুপ্রেরণা জোগাচ্ছেন।
রোজা তার বাবা ফারুক আহমেদকে হারান ২০১৪ সালে। বরিশালে ক্রসফায়ারে নিহত হওয়ার পর তার পরিবার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। সেই স্মৃতিচারণ করে রোজা লিখেছেন, "নিজের ক্যারিয়ার, সার্কেল, আর স্বপ্ন সবকিছু ফেলে আমি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালাম। কিন্তু হাল ছাড়িনি। আমেরিকায় এসে ইন্ডিয়ান ও পাকিস্তানি প্রবাসীদের সাজানো শুরু করলাম, মেকআপ ক্লাস করালাম, আর ধীরে ধীরে নিজের একটি অবস্থান তৈরি করলাম।"
তিনি আরও যোগ করেন, "কসমেটোলজির ওপর নতুন করে পড়াশোনা করে লাইসেন্স পেলাম, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নিজের স্টুডিও গড়ে তুললাম। সব থেকে মানসম্পন্ন পণ্য ব্যবহার করে একটি সিস্টেম ম্যানেজমেন্ট সাজালাম।"
রোজা আরও লিখেছেন, "বাবার মৃত্যুর পর আমার মা খুব শান্ত স্বভাবের মানুষ হয়ে গিয়েছিলেন। কিন্তু আজ সেই মা সবাইকে উচ্চ গলায় বলতে পারেন, ‘হ্যাঁ, আমার বড় মেয়ে রোজাই আমাকে দেখছে। আলহামদুলিল্লাহ।’"
শেষে রোজা তার বাবার উদ্দেশে বলেন, "আজ খুব বলতে ইচ্ছে করে, বাবা, তোমার সেই ছোট্ট পরীটা অনেক বড় হয়েছে। আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিলে তুমি।"
রোজার এই সংগ্রামের গল্প শুধু তার জীবনের নয়, এটি এক নারীর অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্ন পূরণের উদাহরণ, যা আমাদের সবার জন্যই অনুপ্রেরণার উৎস।

মন্তব্য করুন