পাবনায় কুখ্যাত সন্ত্রাসী কবির বাবু গ্রেপ্তার 

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৪
অ- অ+

দীর্ঘ ৪ ঘণ্টার অভিযান শেষে একাধিক হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরণ মামলার চিহ্নিত সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙাল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। সোমবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দী ইউনিয়নের অন্তর্গত কেষ্টপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবির বাবুর বিরুদ্ধে পাবনা সদর ও রাজবাড়ী গোয়ালন্দ থানায় তিনটি হত্যা মামলা, আমিনপুর ও সুজানগর থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা, একাধিক বিস্ফোরণ ও নাশকতা মামলা, বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে দখল বাণিজ্য, হামলা-মারধর ও চাঁদাবাজির শতাধিক অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৪ ঘণ্টার অভিযান শেষে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী বাবুকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, গ্রেপ্তারকৃত চিহ্নিত সন্ত্রাসী কবির বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা