খালেদা জিয়ার লন্ডনযাত্রা: হাবিব উন নবীর পায়ের ওপর দিয়ে গেল গাড়ির চাকা, গুরুতর আহত

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার সময় তার গাড়িবহরে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিপুল সংখ্যক নেতাকর্মী অনেকটা কর্ডন করে খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু হঠাৎ হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর দিয়ে চলে যায় খালেদা জিয়ার গাড়ির পেছনের চাকা। এতে গুরুতর আহত হয়েছেন বিএনপির এই নেতা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গুলশান অ্যাভিনিউ রোডে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা হাবিব উন নবী সোহেলের পায়ের ওপর দিয়ে চলে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মারাত্মক আঘাত পেয়েছেন। দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেবি/এফএ)

মন্তব্য করুন