ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রোর ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার উপজেলার কাঠালী পল্লী বিদুৎ এলাকায় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় চারলেনের মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় রাস্তায় নেমে এসেছে। এর আগে গত ডিসেম্বর মাসে তারা বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে বলা হয়েছিলো ৯ জানুয়ারি বেতন পরিশোধ করবে কিন্তু কারখানার কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করে লাপাত্তা রয়েছে। সুষ্ঠু কোনো সমাধান না পেয়ে রাস্তায় নেমে আসেন তারা। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সেনাবাহিনী, মডেলা থানা পুলিশ, হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও শিল্প পুলিশের দীর্ঘ চেষ্টায় আগামী ১৯ জানুয়ারি দশ দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আগামী ১৯ জানুয়ারির মধ্যে বকেয়া পরিশোধ করা হবে এমন আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আগামী ১০ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।
(ঢঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন