অন্তর্বর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছে: ড. আসাদুজ্জামান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:০৮| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:১৪
অ- অ+

মুখে মুখে সংস্কার করার কথা বললেও অন্তর্বর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার বিকালে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান।

ড. আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে বলেন, ‘মুখে সংস্কারের কথা বললেও ভেতরে ভেতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত হাসিনা সরকারের পদাঙ্গ অনুসারণ করে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। এটা কোনভাবেই কাম্য নয়। তাদের মেয়াদ পাঁচ মাস হতে চললেও কোনো উপদেষ্টাদের সম্পদের হিসেব দেয় নাই। ধরে নিলাম তাদের বৈধ ইনকার রয়েছেই। তারপরেও কেন তারা অনুসরনীয় হচ্ছে না। তারা তো সম্পদের হিসেব দিয়ে অনুকরনীয় হতে পারে।’

আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘বিভিন্ন সংস্কার কমিশন কি কাজ করছেন, কি করছেন না। সেসব বিষয় তারা পাবলিকলি বলে বেড়াচ্ছেন। একা কেন হবে। তারা কাজ করে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, পরে জাতির কাছে বিষয়গুলো জানাবেন। কিন্তু সেসব তারা করছেন না। ফলে তাদের কাজেও সন্দেহ তৈরি হচ্ছে।’

এসময় ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।

পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

এসময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতা-কর্মীরা আলোচনা করেন।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা