সোহরাওয়ার্দীতে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন, শনিবার ফলাফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, ১৭:৩২
অ- অ+

নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক শ্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান পদে নির্বাচন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে রাত ৯টা পর্যন্ত।

ভোট গণনা শেষে শনিবার জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

দেশ, বিদেশে অবস্থানরত প্রায় ২,৮০০ কাউন্সিলর এই নির্বাচনে ভোট দিচ্ছেন। দেশের কাউন্সিলররা স্বশরীরে উপস্থিত হয়ে, প্রবাসে ও অসুস্থতাজনিত অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট দিতে পারছেন।

নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে কাউন্সিলরদের ভোট দিতে দেখা যায়।

এবি পার্টির নেতারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ জানুয়ারি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।

আরও বলেন, আজ চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শেষ হলে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি নির্বাচিত করবেন। চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচনের ফলাফল শনিবার কাউন্সিলে ঘোষণা করা হবে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা