নোয়াখালীতে মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ২০টি দোকান

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাইজদী টাউনহল মোড় সংলগ্ন নূপুর মার্কেট ও হকার্স মার্কেটের একটি অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অগ্নিকাণ্ডের শিকার বেশিরভাগ দোকানি তাদের দোকানগুলো বন্ধ করে চলে যান। রাত সাড়ে ১১টার দিকে নূপুর মার্কেটের পাশের একটি বই দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।
আগুন দেখে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে প্রথমে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর তাদের সঙ্গে চৌমুহনী, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচরসহ কয়েকটি স্টেশনের ৮টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। কিন্তুর তার আগে আড়ৎ, কাপড়ের দোকান, শপিং সেন্টার, গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়, সাইকেল দোকান, হোটেল ও ভ্যারাইটিজ স্টোরসহ অন্তত ছোট-বড় অন্তত ২০টি দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় একাধিক ব্যবসায়ী ও কর্মচারী জানান, যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর আধা ঘণ্টা আগে বেশির ভাগ দোকান ও মার্কেট বন্ধ হয়ে যায়। যার ফলে প্রথমে আগুনের বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। অনেকে বাসায় ছিলেন। তাই মালামাল বের করতে পারেননি।
তারা আরও জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
মাইজদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালন আব্দুল্লাহ হারুন পাশা বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এজে)

মন্তব্য করুন