শাখারি বাজারে কীর্তন অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৩
অ- অ+

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাখারি বাজারে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী।

অনুষ্ঠানে মীর নেওয়াজ আলী সকলের কাছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সুস্থতার জন্য আমাদের সকলের দোয়া প্রয়োজন।’

শনিবার অনুষ্ঠিত কীর্তনে যৌথভাবে সভাপতিত্ব করেন দুলাল সাধু এবং নবগোপাল দত্ত। শাখারি বাজারে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ঐক্য ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রতি বছর শাখারি বাজারে এই কীর্তন অনুষ্ঠান আয়োজিত হয়, যা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এতে উপস্থিত হয়ে মীর নেওয়াজ আলীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দোয়া চাওয়া ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বলে অভিহিত করেন স্থানীয়রা।

শাখারি বাজারের এই কীর্তন অনুষ্ঠান সার্বজনীন সম্প্রীতির মেলবন্ধনের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা