বিপিএল: সিলেট প্রথম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষ যারা

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের ১১তম আসর এবার শুরু হবে চট্টগ্রামে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। তার আগে দেখে নেই এখন পর্যন্ত ব্যাটে-বলে শীর্ষ পাঁচে কারা রয়েছেন।
ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষে ২০ ম্যাচে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৮ জন। বোলিংয়ে মতো ব্যাটিংয়েও নিজেদের দাপট ধরে রেখেছে বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে ৬ জন বাংলাদেশি।
ব্যাটিংয়ের শীর্ষে রয়েছেন যারা
ব্যাট হাতে এখন পর্যন্ত সবার উপরে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। ৬ ম্যাচ খেলে ২৫১ রান সংগ্রহ করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৯.৪০। অর্ধশতক রয়েছে ৩টি।
জাকিরের ঠিক পরের অবস্থানে রয়েছেন চিটাগং কিংসের উসমান খান। ৪ ম্যাচে ২৪৯ রান সংগ্রহ করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৭১.৭২। ২ টি অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি তুলে নিয়েছেন একটি।
৭ ম্যাচ খেলে ২৪৬ রান করে তালিকার তিন নাম্বারে রয়েছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম। তামিমের স্ট্রাইক রেট ১৩৮.২০। এখন পর্যন্ত ১ টি শতক ও ১টি অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।
চ্যম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়া লিটন দাস ৬ ম্যাচে ২৪০ রান করে রয়েছেন তালিকার চার নাম্বারে। স্ট্রাইক রেট ১৬৪.৩৮। এখন পর্যন্ত ১ টি শতক ও ১টি অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।
তালিকার পাঁচ নাম্বারে রয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসান। তিনি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। ৭ ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ২২৮ রান। স্ট্রাইক রেট ১২৬.৬৬। এখন পর্যন্ত সাইফের অর্ধশতক রয়েছে ২ টি।
বোলিংয়ের শীর্ষে রয়েছেন যারা
বল হাতেও দাপট দেখাচ্ছেন বাংলাদেশের বোলাররা। বল হাতে এখন পর্যন্ত সবার উপরে রয়েছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ৬ ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ইকোনমি ৬.৭২।
৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে তালিকার পরের অবস্থান করছেন খুলনা টাইগার্সের আবু হায়দার রনি। রনির ইকোনমি ৯.৮৭।
রনির ঠিক পরের অবস্থানেই রয়েছেন আরেক বাংলাদেশি বোলার তানজিম হাসান সাকিব। তিনি খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৬ ম্যাচ খেলে তিনি ১১ টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি ৯.১০।
রংপুর রাইডার্সের খুশদিল শাহ আছেন তালিকার ঠিক পরের অবস্থানে। ৭ ম্যাচে তার সংগ্রহ ৯ টি উইকেট। ইকোনমি ৬.০০।
খুশদিল শাহ এর মতো ৭ ম্যাচ খেলে ৯ উইকেট সংগ্রহ করেছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসানও। তার ইকোনমি ৮.০০।
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাও ৭ ম্যাচ খেলে ৯ উইকেট সংগ্রহ করেছেন। তিনিও খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। তার ইকোনমি ৮.৪৬।
আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। সেখানে ৮ দিনে ছয় ম্যাচ ডেতে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ২৩ জানুয়ারি শেষ হবে এই ধাপ।
এরপর আবার ঢাকায় আসবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।
(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন