রাজউক উত্তরা জোনাল অফিস মতিঝিলে স্থানান্তরের আদেশ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮
অ- অ+

রাজউকের উত্তরা জোনাল অফিসের এস্টেট ও ভূমি- ২ শাখার কার্যক্রম ক্লোজ করে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে একীভূত করার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।

উত্তরা টঙ্গী নিকুঞ্জ এলাকার প্লট ফ্ল্যাট ওনার ও রাজউক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মঙ্গলবার বেলা ১১টায় উত্তরা ৬নং সেক্টরস্থ রাজউক জোনাল অফিসের সামনে এ মানববন্ধন করেন। এতে প্রায় কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, উত্তরা রাজউক অফিস ২০ কিলোমিটার দূরে মতিঝিলে সরিয়ে নেওয়ার মতো হটকারী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে মহাসড়ক অবরোধসহ মতিঝিল রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করা হবে।

মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগের চান মিয়া বেপারী, আমান উল্লাহ ভূইয়া, আবু সায়েম সুমন, সাইফুল ইসলাম দুলাল, উত্তরার মনির হোসেন, মঞ্জুরুল ইসলাম, মাহমাদুল হক মামুন,জাহিদুল ইসলাম মন্ডল, জিয়াউর রহমান, মিরাজ উদ্দিন মিজান, আবুল কাশেম, আলমগীর হোসেন শিশির, সোহেল ইসলাম, আমীর হোসেন, সাখাওয়াত হোসেন, মহসিন খান, রফিকুল ইসলাম, সামসুল হক, টঙ্গীর আমীর হোসেন, কামরুল ইসলাম, নিকুঞ্জের আল আমিন, মনির হোসেন, রমজান মিয়া প্রমূখ।

ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে রাজউকের উপপরিচালক বরাবর স্বারকলিপি দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/টিএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরস শুরু শনিবার
আমিরাত সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা 
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল
সিরাজদিখান থানায় হামলা: ৬০ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ২ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা