চাঁদার দাবিতে ছেলের হাত-পা কেটে ফেলার হুমকি, একজন গ্রেপ্তার

স মিলে চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আলী হোসেন (৪৪)।
সমিলের মালিক শিরিন আক্তারের করা মামলায় বুধবার সকালে খিলগাঁওয়ের একতা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন জানান, গত বছরের নভেম্বরে পূর্ব গোড়ান এলাকায় স মিলের ব্যবসা চালু করেন শিরিন আক্তার। এরপর থেকে বিবাদীরা তার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় বিবাদীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেয়।
পরবর্তীতে গত ১২ জানুয়ারি বিবাদীরা ফের শিরিন আক্তারের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজী না হওয়ায় গত সোমবার তার সমিলে এসে কর্মচারীদের কাজ বন্ধ করে দেয়। এ সময় তিনি টাকা দিতে রাজি না হওয়ায় বিবাদীরা তার ছেলে আশিক ও আকাশের হাত-পা কেটে ফেলার হুমকি দেয়।
এ ঘটনায় শিরিন আক্তার খিলগাঁও থানায় মামলা করেন। এ মামলায় আজ সকালে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ওসি জানান।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এলএম/মোআ)

মন্তব্য করুন