শাহবাগে ধর্ষণের শিকার ১০ বছরের পথশিশু, ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৮
অ- অ+
ফাইল ছবি

ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কাতরাচ্ছে ১০ বছর বয়সি এক পথশিশু। বুধবার রাত ৮টার দিকে শাহবাগ বারডেম হাসপাতালের সামনে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রায়হান নামে (১৯) এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

মোবারক নামে আরেক পথশিশু জানায়, ধর্ষণের শিকার শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে তার চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর যে ধর্ষণ করেছে তাকে লোকজন ধরে রেখেছে। পরে পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, ‘রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার পথশিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান নামে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘রাতে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে।’

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা