প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সভায় যাওয়ার সিদ্ধান্ত এখনো নেয়নি বিএনপি

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশগ্রহণ করা না করা নিয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বিএনপি সর্বদলীয় সভায় যাবে না— এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কিভাবে অংশগ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। অপেক্ষা করুন।’
বৃহস্পতিবার বিকাল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভা ডেকেছেন। সকল রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে দুই দিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চান।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি/এজে)

মন্তব্য করুন