বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

ঢাকার পর সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসর এবার শুরু হচ্ছে চট্টগ্রামে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।
আসরে টানা ছয়টি হারের পর গত ম্যাচেই জিতেছে ঢাকা। অপরদিকে বরিশালও আছে ভালো ছন্দে। পাঁচ ম্যাচে তিনটিতে জিতেছে দলটি।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে বরিশাল। শাহীন শাহ আফ্রিদি এবং কাইল মেয়ার্স বিপিএল ছেড়ে দেশে ফেরত গেছেন। তাদের জায়গায় দলে এসেছেন ডেভিড মালান এবং মোহাম্মদ নবি। এ ছাড়া রিশাদ হোসেনের জায়গায় রিপন মন্ডলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। ঢাকার একাদশে পরিবর্তন দুটি।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও জাহানাব খান।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, জেপি কোটজে, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), চতুরাঙ্গা ডি সিলভা, আবু জায়েদ রাহি, সব্বির রহমান, মোসাদ্দেক সৈকত, মুনিম শাহরিয়ার ও ফরমানুল্লাহ শাফি।
(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন