তামিম-মালান জুটিতে ভর করে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু বরিশালের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪২| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
অ- অ+

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে থাকা ঢাকা চট্টগ্রাম পর্বে বরিশালের বিপক্ষে খেলতে নেমেই আবারও হারের তিক্ত স্বাদ পেলো। অন্যদিকে জয়ের ধারায় ফিরলো ফরচুন বরিশাল। তামিম ইকবাল ও দাউইদ মালানের দারুণ ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলো তারা।

বিপিএলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে বরিশালকে ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে তামিমের ফিফটি আর মালানের অপরাজিত ৪৯ রানের ইনিংসে ভর করে ৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। আসরে এটি সপ্তম হার ঢাকার।

বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে যায় এই জুটি। ৩ বলে মাত্র ২ রান করেই আজ সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ে ৮ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল।

শান্তর বিদায়ের পর ডেভিড মালানকে নিয়ে জুটি গড়ে খেলতে থাকেন তামিম ইকবাল। ঢাকার বিপক্ষে ৪৪ বলে অর্ধশতক তুলে নেন তামিম।

৪৮ বলে ৬১ রান করে যখন তিনি সাজঘরে ফিরে যান তখন জয় থেকে মাত্র অল্প কিছু দূরে ছিল বরিশাল। তামিমের বিদায়ের পর বাকি কাজটুকু খুব সুন্দরভাবে পালন করেন ডেভিড মালান ও জাহানদাদ খান।

তৃতীয় উইকেটে ৬ বলে ২০ রানের জুটিতে ভর করে ১৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। মালান ৪১ বলে ৪৯ ও জাহানদাদ ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। যেখানে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে ঢাকা। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অর্ধশতক তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ১৩৯ রান করেছে ঢাকা ক্যাপিটালস। তানজিদের ৪৪ বলে ৬২ এবং শেষদিকে ফারমানুল্লাহ শাফির ১৬ বলে ২২ রানের ইনিংসে এই সংগ্রহ পায় ঢাকা।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমলার সঙ্গে যৌথভাবে যে রেকর্ড গড়লেন বাবর আজম
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু 
জবি ভর্তি পরীক্ষায় ৫০ বছর বয়সি তাওহিদুর
স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা