প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
অ- অ+

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহস্পতিবার যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে, তাকে সংলাপের নামে নাটক মঞ্চায়িত হয়েছে বলে মন্তব্য করেছে ১২ দলীয় জোট। জোটটির নেতারা মনে করেন, প্লোক্লেমেশন নয় গণ-অভ্যুত্থন নিয়ে ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে।

বৃহস্পতিবার পুরানা পল্টনে ১২ দলীয় জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার বলেছেন, ‘আমরা জুলাই-আগষ্টের ফ্যাসিবাদ বিরোধী জাগরণকে গণঅভ্যুত্থান বলে মনে করি। ফলে ১২ দলীয় জোট মনে করে, প্লোক্লেমেশন নয়, গণ-অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে। কারণ, ৫ আগস্টের অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অর্ন্তবর্তী সরকার গঠন হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে।

তিনি আরও বলেন, ১৫ বছর আগে থেকে আমাদের মধ্যে যে সংগ্রামী ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্য আজও অটুট আছে। যতক্ষণ পযর্ন্ত পরিপূর্ণ বিজয় না আসে ততক্ষণ পযর্ন্ত সে ঐক্য অটুট রাখতে হবে। কিন্ত তা স্বত্বেও কিছু কিছু ব্যাপার নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনসাধারণ, সাংবাদিক এবং রাজনৈতিক সচেতন মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতাদের কিছু কিছু বক্তব্য বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি হয়েছে।

মোস্তাফা জামাল হায়দার বলেন, এখনো ফ্যাসিট আওয়ামী লীগ সরকারের পেতাত্মারা সমাজের রন্ধে রন্ধে বিরাজ করছে। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান করে নানা সমস্যা সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা লিখিত বক্তব্যে বলেন, আজ সরকার সংলাপের নামে নাটক মঞ্চায়িত করেছে। তারা চরম বৈষম্যমূলক আচরণ করেছে।

তিনি বলেন, ১২ দলীয় জোট গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, জুলাই আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধুম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্য হারাচ্ছে। আমাদের মধ্যে এই উপলব্ধি হচ্ছে যে, আমরা যারা ১৬ বছর যাবত ফ্যাসিবাদ শক্তি অপসারণের জন্য মরণপণ আন্দোলন সংগ্রামে ছিলাম তাদের উপেক্ষা ও উদাসীনতা প্রদর্শন করা হচ্ছে। উদাহারণস্বরূপ বিগত সরকারের সময় মিথ্যা মামলায় জর্জরিত নেতাকর্মীদের এখনো পযর্ন্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাচ্ছে না।

সর্বদলীয় বৈঠকের ব্যাপারে আমরা কোনো বার্তা পায়নি। আমরা অনেক অংশীজনের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা সর্বদীয় বৈঠকে আমন্ত্রিত হয়নি। যেহেতেু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আমরা আশা করেছিলাম সরকার আন্দোলনের সকল অংশীজনকে সম্মান প্রর্দশন করে আমন্ত্রণ জানাবে। সেক্ষেত্রে আমরা চরম আশাহত হয়েছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা সহসভাপতি রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেক্সিকোতে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারীকে গুলি করে হত্যা
ছয় মাসে দুই হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬০০০ কোটি টাকা জব্দ
গোলের দেখা পেলেন না মেসি-সুয়ারেজ, জয়হীন মিয়ামি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, আহত ১২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা