পাকিস্তান দলে অভিষেক হচ্ছে শোয়েব মালিকের ভাতিজার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৯
অ- অ+

পাকিস্তান ক্রিকেট দলে এক সময় অন্যতম ভরসার প্রতিক ছিলেন শোয়েব মালিক। পাকিস্তানের জার্সিতে শোয়েব মালিক অধ্যায়টা শেষ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন এই কিংবদন্তি অলরাউন্ডার। তবে তিনি চলে গেলেও রেখে যাচ্ছেন তার উত্তরসূরি। এবার পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে তারই ভাতিজা মোহাম্মদ হুরাইরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টের একাদশে জায়গা হয়েছে এই ২২ বছর বয়সি ব্যাটারের।

প্রায় ২০ মাস আগে প্রথম বারের মতো পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছিলেন মোহাম্মদ হুরাইরা। গত বছরের সেপ্টেম্বরে ডাক মিলেছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজেও। কিন্তু অভিষেকটাই যা হচ্ছিল না। অবশেষে এল সেই ক্ষণ।

প্রায় দুই দশক পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সে হিসেবে এবারের ২ ম্যাচের সিরিজটা ঐতিহাসিকই। শুক্রবার (১৭ জানুয়ারি) মুলতানে শুরু হবে ঐতিহাসিক সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচেই অভিষেক হবে হুরাইরার। তাকে রেখেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হুরাইরা সম্পর্কে দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের ভাতিজা। ২০০২ সালে পাঞ্জাবের সিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ট ক্রিকেটার হুরাইরা। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া এ ক্রিকেটার সাইম আয়ুবের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন। কিছুদিন আগে সমাপ্ত হওয়া প্রোটিয়া সিরিজের চোটে পড়েছিলেন সাইম।

হুরাইরা এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৪টি। ৪৮.৯৫ গড়ে তিনি করেছেন ৩ হাজার ৪২৭ রান। ৮টি শতকের পাশাপাশি তার ফিফটি ১৫টি।

পাকিস্তানের একাদশে আছেন অভিজ্ঞ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। নেতৃত্বে শান মাসুদ। এছাড়াও রয়েছেন সৌদ শাকিল, কামরান গুলাম, সালমান আগা আলী। একাদশে পেসার মাত্র একজন- খুররাম শেহজাদ, স্পিনার সাজিদ খান, নুমান আলী ও আবরার আহমেদ।

পাকিস্তান একাদশ

শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা আলী, সাজিদ খান, নুমান আলী, খুররাম শেহজাদ ও আবরার আহমেদ।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা