কোপা দেল রে: নাটকীয় ম্যাচে সেল্টাকে হারিয়ে শেষ আটে রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪
অ- অ+

মাত্র কয়েকদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার হারের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল। কোপা দেল রে'র শেষ ১৬-র ম্যাচে সান্তিয়াগো বার্নাবেউতে সেল্টা ভিগোকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। উত্তেজনা ছড়ানো সেই ম্যাচে অতিরিক্ত সময়ে গিয়ে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে শেষ আট নিশ্চিত হয়েছে আনচেলত্তি দলের।

ঘরের মাঠে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল। নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হয়। তবে অতিরিক্ত সময়ে রিয়ালের সঙ্গে আর পেরে ওঠেনি সেল্টা।

ম্যাচে প্রথমে দুই গোলে লিড পায় রিয়াল। ৩৭তম মিনিটে প্রতি-আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোড়াল শটে গোল করেন এমবাপ্পে। বিরতির পর তৃতীয় মিনিটে আবারও গোল পায় রিয়াল। দিয়াজের পাস পেয়ে দারুণ গোল করেন ভিনিসিউস।

ম্যাচটি রিয়ালের সহজ জয়ই মেনে নিয়েছিল অনেকে। তবে শেষ দশ মিনিটে ঘুরে দাঁড়ায় সেল্টা ভিগো। ৮৩তম মিনিটে বামবা গোল করে ব্যবধান কমান। এরপর বাড়ানো সময়ের প্রথম মিনিটে সেল্টাকে সমতায় ফেরান সাবেক বার্সা তারকা মার্কোস আলোনসো। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথম হাফে গোল পায়নি রিয়াল। তবে দ্বিতীয় হাফে তিনটি গোল করে তারা। ১০৮তম মিনিটে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন এন্ড্রিক। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভের্দে। আর ১১৯তম মিনিটে রিয়ালের পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিক।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব জনসংখ্যা দিবস আজ
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা