সিলেটের বিপক্ষে ১৮৪ রানে থামল রাজশাহী

চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে রাজশাহী।
তবে শুরুটা ভালো হলেও দুইশ রান স্পর্শ করতে পারল না দূর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে ১৮৪ রানে থামতে হয়েছে দলটিকে। এনামুল হক বিজয়ের ২২ বলে ৩২ এবং রায়ান বার্লের ২৭ বলে ৪১ রানের ইনিংসেই মূলত এই সংগ্রহ পেয়েছে রাজশাহী।
দুর্বার রাজশাহীর হয়ে আজ ওপেনিংয়ে নামেন মোহাম্মদ হারিস ও জিসান আলম। শুরুটা দেখেশুনেই করেন তারা। প্রথম তিন ওভারেই তুলে নেন ২৯ রান। তবে এরপরের ওভারেই ভেঙে যায় এই জুটি।
১৪ বলে ১৯ রান করে নাহিদুল ইসলামের বলে রিস টপলির বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ হারিস। তার বিদায়ে ২৯ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী।
মোহাম্মদ হারিসের বিদায়ের পর জুটি গড়েন এনামুল হক বিজয় ও জিসান আলম। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান নাহিদুল ইসলাম। নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান জিসান আলম। তার বিদায়ে ভাঙে ২৪ রানের জুটি।
জিসানের বিদায়ের পর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে রাজশাহী। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামিয়ে রাজশাহীকে স্বস্তি এনে দেন রুয়েল মিয়া।
রুয়েল মিয়ার বলে জর্জ মুন্সির হতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়। থিতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তিনি। যার ফলে ২২ বলে ৩২ রান করেই ফিরে যান প্যাভিলিয়নে। তার বিদায়ে ৮৮ রানে ৩ উইকেট হারায় রাজশাহী।
বিজয়ের পর ক্রিজে আসেন ইয়াসির আলী। প্রথম দুই বলেই দুটি চার মেরে ভালো কিছুর আভাস দেন তিনি। তবে ব্যর্থ হন তিনি। ১০ বলে ১৯ রান করে নিহাদুজ্জামানের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
ইয়াসির আলীর বিদায়ের পর আকবর আলীকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন রায়ান বার্ল। তবে দলীয় ১৫৩ রানে ২৭ বলে ৪১ রান করে তিনি ফিরে যান সাজঘরে।
বার্ল ফেরার পর শেষদিকে সেভাবে জ্বলে উঠতে পারেননি রাজশাহীর ব্যাটাররা। শেষ পাঁচ ওভারে ৩৮ রান নিয়ে তিনটি উইকেট হারিয়েছে দলটি। আকবর আলী ১৫ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন। মার্ক দেয়ালের ব্যাটে আসে আট বলে সাত রান। ছয় বলে ১২ রান করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
সিলেটের হয়ে ৩২ রান খরচায় তিন উইকেট নেন রুয়েল মিয়া। নাহিদুল ২০ এবং নিহাদুজ্জামান ৩৭ রান খরচায় দুটি করে উইকেট নেন।
(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন