খামারবাড়িতে বিএনপিপন্থী কৃষিবিদদের দুই গ্রুপে সংঘর্ষ

রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
জানা গেছে, এ্যাব-এর আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও সদস্যসচিব জিকে মোস্তাফিজুর রহমান গ্রুপের অনুসারীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। মূলত কৃষিবিদ ইনস্টিটিউটের মাসিক আয়ের ভাগবাটোয়ারা নিয়ে এই সংঘর্ষ শুরু হয়। যা সন্ধ্যার দিকে উত্তেজনা ছড়ায়।
প্রত্যক্ষদর্শী জানায়, হারুন গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ নুরুন্নবী শ্যামল আর সদস্যসচিব মোস্তাফিজ গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ শফিক, কৃষিবিদ ইয়ার মাহমুদ প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক এ্যাবের কয়েকজন নেতা জানান, রাত পৌনে ১০টা পর্যন্ত এই সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন কৃষিবিদ শ্যামল, শরীফ, ইকবাল, কৃষিবিদ শফিক, ইয়ার মাহমুদ, রবিউল ইসলাম রবি ও আদনান প্রমুখ। এর মধ্যে শ্যামল ও রবির অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে নুরুন্নবী শ্যামল বলেন, একটা ঘটনা ঘটেছে। তেমন বড় ঘটনা না। বেশি কিছু বলতে চাননি তিনি।
কৃষিবিদ শফিক বলেন, একটা বড় দরবার নিয়ে ঘটনা ঘটেছে। বিষয়টা মীমাংসা করা হচ্ছে। তিনি ফোন রেখে দেন।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি/এজে)

মন্তব্য করুন