পশ্চিমবঙ্গে সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৩১
অ- অ+

ভারতের পশ্চিমবঙ্গে সম্মাননা পেলেন বাংলাদেশের নাট্যজন সেলিম রেজা সেন্টু। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মহিষাদল শিল্পকৃতির পক্ষ থেকে মহিষাদল বইমেলা সমিতির বইমেলা মঞ্চে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

এই আয়োজনে শিল্পকৃতি প্রযোজনা সঞ্জয় চট্রোপাধ্যায় রচিত সুরজিৎ সিনহা নির্দেশিত ‘সেই স্বপ্নপুর’ মঞ্চস্থ হওয়ার পর বইমেলা সমিতির সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি সেলিম রেজা সেন্টুকে সম্মাননা ও মানপত্র তুলে দেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য ও শিল্পকৃতির সভাপতি বিশিষ্ট নাট্যজন সুরজিৎ সিনহা।

সেলিম রেজা সেন্টু পশ্চিমবঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকোতে পড়া অবস্থায় তার সম্পাদিত অন্যধারার নাট্যপত্রিকা ‘দুই বাংলার থিয়েটার’ প্রকাশ করে ১৯৯৭ সালে। এরপর সেই ধারাবাহিকতায় শিশু কিশোরদের নাটকের কাগজ ‘নাট্য’ ও রঙ্গ মঞ্চের সংবাদ বিষয়ক কাগজ ‘প্রাককথন’।

বাংলা থিয়েটারে একমাত্র মানুষ, যে তিনটি নাট্যপত্রিকার সম্পাদনা একা করছেন। তার প্রতিষ্ঠা করা অনুসন্ধিৎসু নাটকের দল ‘প্রাকৃতজন’ ও শিশু কিশোরদের নাটকের দল ‘অ আ ক খ’ নিয়ে বাংলাদেশের বগুড়া ও ঢাকায় কাজ করছেন।

তার ৩৪ জীবনের নাট্যজীবনে বিশ্ববিদ্যালয়ে নাটকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তিসহ একই সঙ্গে শিশুদের ও বড়দের থিয়েটার নিয়মিত চর্চা, নাট্যপত্রিকা সম্পাদনা, মঞ্চে অভিনয় ও নির্দেশনাসহ থিয়েটারের কাজের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গের ‘মহিষাদল শিল্পকৃতি’ এই সম্মাননা দিলো।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
নরসিংদীতে এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা