বাসচাপায় ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু, আহত সেনা সদস্য ও সন্তানকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত সেনা সদস্য ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।
বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী ও শিশু সন্তানসহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনাস্থলেই মারা যান বুলবুলের স্ত্রী। দুর্ঘটনার পর ঘাতক সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শনিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ১৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল বুলবুল আহমেদ, তার স্ত্রী ও পুত্রসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাস এমপি গেটের সামনে একটি বাসের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ল্যান্স করপোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন