ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি মোহাম্মদ আলী নেওয়াজ, সম্পাদক নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪১| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:২২
অ- অ+

ঢাকাস্থ পটিয়া সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ আলী নেওয়াজ সভাপতি এবং নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. সালাউদ্দীন গাজী এবং কমিশনার ছিলেন অধ্যক্ষ মুসা খান ও এম এ সবুর।

নির্বাচন শেষে কমিশনার অধ্যক্ষ মুসা খান ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন।

অন্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন

সহসভাপতি পদে মো. আবুল হাশেম, মো. শাহাদাত হোসেন হিরু, অ্যাডভোকেট নুরুল হুদা আনছারী, মোহাম্মদ হোসেন শানু, আবদুল করিম চৌধুরী নির্বাচিত হন।

যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ পেয়ারু, অ্যাডভোকেট আবদুল হামিদ, মো. পারভেজ হোসেন নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. মামুনুর রশীদ, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ মঈন উদ্দীন নেজামী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. খোরশেদ আলম, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে গাজী মো. আবদুল করিম, তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. আবদুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইউনূস, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ডা. মোহাম্মদ জামাল উদ্দীন, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পদে মোহাম্মদ সেলিম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে মিসেস জোবাইদা গুলশান আরা নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন মো. ওসমান গণি, মো. ওবাইদুল আকবর মাসুম, ফজলে জাহান মোহাম্মদ শাহরিয়ার রশিদ, মো. নাসির উদ্দীন, হোসেন মোহাম্মদ রশিদ, মো. সাজ্জাদুল ইসলাম, মিসেস মনোয়ারা বেগম (মুন্নী) এবং কাজী মাহমুদুল হাসান।

গত ৩ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যকরী পরিষদের কার্যক্রম শুরু হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা