পদ্মাসেতুর টোল প্লাজা থেকে ১২ হাজার কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা হতে ১২ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২ টা হতে সকাল ৭ টা পর্যন্ত মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন শরীয়তপুর হতে ঢাকাগামী ১ টি ট্রাক তল্লাশি করে ১২ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসময় ট্রাক ড্রাইভার এর উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত জাটকা লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানায় ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন