পদ্মাসেতুর টোল প্লাজা থেকে ১২ হাজার কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৩৪| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৩৬
অ- অ+

মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা হতে ১২ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২ টা হতে সকাল ৭ টা পর্যন্ত মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন শরীয়তপুর হতে ঢাকাগামী ১ টি ট্রাক তল্লাশি করে ১২ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসময় ট্রাক ড্রাইভার এর উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত জাটকা লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানায় ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা