রবিবার সকাল থেকে গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি

আজ (রবিবার) সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তাকারী কাতারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ভূখণ্ডে আটক সকল জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ এবং ভয়াবহ বোমাবর্ষণের অবসান ঘটাতে এই যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছে। তবে শনিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রয়োজনে যুদ্ধে ফিরে যাওয়ার জন্য মার্কিন সমর্থন রয়েছে।
যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন তাদের হাতে বন্দি থাকা ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যাদের মধ্যে তিনজনকে আজ মুক্তি দেওয়া হবে। ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং দেশে ফেরত পাঠাবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী এক বিবৃতিতে বলেন, চুক্তির পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে করা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হয়েছে রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে।
যুদ্ধবিরতির প্রাক্কালে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসে তাদের তাঁবুতে হামলায় এক পরিবারের কমপক্ষে পাঁচজন সদস্য নিহত হয়েছেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হুথিরা জানিয়েছে, তারা তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে এবং লোহিত সাগরের বন্দর শহর ইলাতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
রবিবার তারা লোহিত সাগরে আমেরিকার একটি বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু করে এবং যুদ্ধবিরতির সময় কোনো প্রতিশোধ নেওয়া হলে পরিণাম সম্পর্কে সতর্ক করেছে।
হামাস ও ইসরায়েলের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ২০২৩ সালের নভেম্বরে মাত্র এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। সেই চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দিতে দেখা গিয়েছিল।
নেতানিয়াহু বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে। রবিবার থেকে শুরু হওয়া ৪২ দিনের প্রথম পর্যায়ের যুদ্ধবিরতিকে ’অস্থায়ী যুদ্ধবিরতি’ বলে অভিহিত করেছেন তিনি।
নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের যুদ্ধ পুনরায় শুরু করতে বাধ্য করা হয়, তাহলে তারা শক্তি প্রয়োগ করে আবার হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছেন।
কিন্তু হামাস বলেছে, ইসরায়েল তার আক্রমণাত্মক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ‘কেবল মাত্র মানবতার মর্যাদাকে অবমাননা করে এমন যুদ্ধাপরাধ সংঘটনে সফল হয়েছে।’
ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি এবং আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। তবে রবিবার বিকাল ৪টার আগে কেউ মুক্তি পাবে না।
এএফপির ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে হামাসের হামলায় ১,২১০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এসব জিম্মির মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনো ৯৪ জন রয়ে গেছেন, যাদের ৩৪ জন মারা গেছেন বলে মনে করে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ৪৬,৮৯৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এটি নির্ভরযোগ্য। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
শনিবার মার্কিন নেটওয়ার্ক এনবিসিতে ট্রাম্প জানিয়েছেন যে, তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘যুদ্ধ শেষ করতে হবে’। ‘আমরা চাই এটি শেষ হোক।’মার্কিন নির্বাচনের আগেও ট্রাম্প বলেছিলেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, থামাবো।’
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজে)

মন্তব্য করুন