সাবেক এমপি বাহার, মেয়ে সূচনাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:০৪| আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
অ- অ+

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ও তার স্ত্রী মেহেরুন্নেছার বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অপর দুই মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহারে বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে।

সোমবার দুদকের পক্ষ থেকে এ মামলা ও নোটিশ জারি করা হয়।

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল ছাড়াও নিজ এবং মালিকানাধীন প্রতিষ্ঠানের ২৯টি হিসাবে ২৫৮ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখাসহ ১৬টি ব্যাংক হিসাবে ২৪ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আ ক ম বাহাউদ্দীন বাহারের স্ত্রী মেহেরুন্নেছার বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে এবং বাহারের মেয়ে আয়মান বাহার ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকা জ্ঞাত আয়ের উৎস ও অপর মেয়ে আজিজা বাহারেরও ৬৫ লাখ ৫৫ হাজার ২শ টাকা অর্জনের পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করেছে দুদক।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/আরএইচ/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজন আটক
স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ফেরত দিলো অস্ত্রধারীরা
জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা